খেলাধুলা

ক্রিকেট

  • আধুনিক ক্রিকেট খেলা আবিষ্কার হয় ইংল্যান্ডে ।
  • ক্রিকেট খেলার জনক বলা হয় ডব্লিউ. গি. গ্রেস ।
  • ক্রিকেট খেলার পিচ ৬৬ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া ।

টেস্ট ক্রিকেট

  • প্রথম টেস্ট ক্রিকেট খেলা হয়েছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে।
  • ভারত প্রথম টেস্ট ম্যাচ খেলে ১৯৩২ সালে, ইংল্যান্ড ।
  • প্রথম টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়ক ছিলেন সি. কে. নাইডু ।
  • টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে প্রথম সেঞ্চুরি করেন লালা অমরনাথ ।
  • টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন মুথাইয়া মুরলিধরন ।
  • টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট প্রাপ্ত ভারতীয় হলেন অনিল কুম্বলে।
  • টেস্ট ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি করেন শচীন টেণ্ডুলকার ।
  • কম টেস্ট খেলে ১০ হাজার রান করেন ব্রায়ান লারা ।
  • প্রথম টেস্টে উভয় ইনিংসে সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের লরেন্স রো ।
  • কনিষ্ঠতম টেস্ট ক্রিকেট খেলোয়াড় হলেন পাকিস্তানের হাসান রাজা, ১৪ বছর ২২৭ দিন ।
  • প্রথম টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেন অ্যান্ডি স্যান্ডহাম, ইংল্যান্ড ।

একদিনের ক্রিকেট

  • প্রথম একদিনের ক্রিকেট ম্যাচ হয়েছিল যে যে দলের মধ্যে ১৯৭১ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ।
  • ভারত প্রথম একদিনের ক্রিকেট ম্যাচ খেলেছিল ১৯৭৪ সালে, বিপক্ষ ইংল্যান্ড ।
  • ভারতের একদিনের ম্যাচে প্রথম অধিনায়ক হলেন অজিত ওয়াডেকার ।

বিশ্বকাপ ক্রিকেট

  • ক্রিকেট বিশ্বকাপ প্রথম শুরু হয় ১৯৭৫ খ্রিস্টাব্দে ।
  • প্রথম বিশ্বকাপে বিজয়ী দেশ হলো ওয়েস্ট ইন্ডিজ ।
  • ভারত বিশ্বকাপ ক্রিকেট জয় করেছিল ১৯৮৩ সালে, ২০১১ সালে ।
  • ১৯৮৩-র বিশ্বকাপে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল মাহিন্দর অমরনাথ ।

এশিয়ান গেমস

  • এশিয়ান গেমস বা এশিয়াড প্রতি চার বছর অন্তর এশিয়ার বিভিন্ন দেশের প্রতিযোগীদেরকে নিয়ে অনুষ্ঠিত হয়।
  • অলিম্পিক গেমসের পর এ ক্রীড়া আসরটি দ্বিতীয় বৃহত্তম বহু-ক্রীড়া আসররূপে বিবেচিত।
  • ১৯৫১ সালে ভারতের নতুন দিল্লিতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়।
  • এশিয়ান গেমস ফেডারেশন (AFG) কর্তৃক এ ক্রীড়া আসরটি ১৯৭৮ সাল পর্যন্ত পরিচালিত হয়।
  • ১৯৮২ সাল থেকে প্রতিযোগিতাটি এশিয়া অলিম্পিক কাউন্সিল (OCA) কর্তৃক অনুষ্ঠিত হয়।
  • এ প্রতিযোগিতাটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) কর্তৃক স্বীকৃত।